স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা প্রকৌশলীর দপ্তর রয়েছে। তবে উপজেলা পরিষদ আইন কার্যকর হবার পর উপজেলা প্রকৌশলীর দপ্তরকে উপজেলা পরিষদ এর অধীনস্ত করা হয়েছে ।
এক নজরে নিকলী উপজেলা
সাধারণ তথ্যঃ-
০১। উপজেলার আয়তনঃ ২১৪ বর্গ কিলোমিটার ।
০২। উপজেলার ভৌগোলিক অবস্থানঃ উঃ অক্ষাংশ ২৪ ১৫ - ২৪ ২৭ এর মধ্যে পূঃ দ্রাঘিমাংশ
৯০ ৫২-৯১ ০৩ এর মধ্যে ।
০৩।থানা সৃষ্টিঃ ১৫ আগস্ট ১৮২৩ খ্রিঃ।
০৪। উপজেলা সৃষ্টিঃ ২৪ মার্চ , ১৯৮৩খ্রিঃ।
০৫। জনসংখ্যা মোটঃ ১,৩০,৩৭৯ জন (পু্রুষঃ৬৭,৬৩৮জন মহিলাঃ ৬২,৭৪১ জন)।
০৬। জনসংখ্যার ঘনত্বঃ ৫৭৫ জন (প্রতি বর্গ কিলোমিটারে )
০৭। ভোটার সংখ্যাঃ ৮০,৯৯৮ জন (পুরুষঃ ৪০,৩৫৪ জন মহিলাঃ ৪০,৬৪৪ জন)।
০৮। ইউনিয়ন ভূমি অফিসঃ ০৬ টি।
০৯।মৌজা সংখ্যাঃ ৪৩ টি।
১০।গ্রাম সংখ্যাঃ ১২৮ টি।
১১।ইউনিয়ন সংখ্যাঃ ০৭ টি।
১২।জলমহাল সংখ্যাঃ বিশ একরের নীচে ১১টি।
বিশ একরের ঊর্ধ্বে ২৭ টি।
১৩।ফেরীঘাটঃ ০৭টি।
১৪।খাদ্য গোডাউনঃ ০৩টি গুদামঘর , ধারণ ক্ষমতা ১৫০০ মেট্রিক টন ।
রাস্তার বিবরণঃ
০১। জলপথঃ ৭৫ কিলোমিটার
স্থলপথঃ ২০২ কিলোমিটার (পাকা ৩০ কিঃমিঃ , কাচা ১৭২ কিঃ মিঃ)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস